ক'জন পারে একলব্যের মতো গুরুদক্ষিণা দিতে
গন্ধহীন বিবর্ণ ফুলের মতো মর্যাদাহীন জীবন
সম্মান নিয়ে বেঁচে থাকার লড়াইটা বরাবরই খুব কঠিন।


একলব্য গুরুদক্ষিণা দিতে গিয়ে নিজের হাতের বুড়ো আঙুল কেটে দেয়
আর এখন, নিজের স্বার্থ ছাড়া অন্য কিছুই ভাবে না কেউই
স্বার্থের চোরাবালিতে হারিয়ে যাচ্ছে গুরুদেবের শেখানো মন্ত্র।


সব্বাই চায় খ্যাতি, ক'জন হতে পারে একলব্য
সুখের দুয়ারে দাঁড়িয়ে ভুলে যায় অতীত জীবন আলেখ্য
চাঁদের আলোর মায়াবী কক্ষপথে কৃত্রিম উপগ্রহ হয়ে বাঁচতে চায়।


একলব্যরা কোনদিনই মরে না, তারা ইতিহাস হয়ে যায়
সোনালী রোদ্দুরের ছোঁয়ার তারা বেঁচে থাকে আজীবন
গুরুদক্ষিণার এমন সত্যি কাব্য গুরুদেব নিজেও অনুভব করতে পারেন নি।


যুগ গেছে বদলে, গুরুদেবরা এমন দক্ষিণা চায় না
কোটি বছর পরে হয়তো আবার একলব্য জন্ম নেবে -
গুরু দ্রোনাচার্য আর শিষ্য একলব্যের অমর কাব্য যুগ যুগ বেঁচে থাকবে।


            ********


রচনাকাল - ০১|০৮|২০২১