বকম বকম পায়রা গুলো দানা খুঁটে খায়
সকাল সাঁঝে হাওয়ার সাথে কোথায় মিশে যায়।


ওড়ার ছন্দে একমুঠো রোদ খুশির তালে হাসে
বকম বকম পায়রা গুলো নীল আকাশে ভাসে।


শান্তির দূত সাদা পায়রা শতাব্দী প্রাচীন প্রথা
যুদ্ধের সময় পায়রা উড়িয়ে যুদ্ধ থামার কথা!


সাদা পায়রা সহজ জীবন সরল মানুষ কম
জটিল মানুষ মুখোশে ভরা লড়াইয়ে নেই দম!


দুঃখের বোঝা নেইতো ওদের উড়ছে বোকা পায়রা
মানুষ কবে হল চালাক হৃদয় যে তাদের ঝাঁঝরা।


      ********