ভাঙা নদী স্রোত হারিয়ে একা নিশ্চুপ
জীবন আলোয় পথ ভুলে এসেছে পথিক
ঝরে যাওয়া এক টুকরো সুখ বুকে লুকিয়ে হাসতে পারে না।


নদীর ঘোলা জলে ভেসে যায় বেহুলার ভেলা
ভাঙা নদীর স্রোতও আটকাতে পারে না ভেলাটাকে
সুখের জীবন আলেয়ার মতো হয়ে যায়।


তৃষ্ণার্ত মানুষ চেনা ছন্দে চলতে পারে না -
টলটলে জলে নিজের ছায়া দেখে অবাক হয়ে যায়
রক্ত মাংসের মানুষ ভয়ে সেঁধিয়ে থাকে চিরকাল।


ঠোঁটের কোণে এক চিলতে হাসিতে ধূসর গোধূলির ছায়া নামে
পুর্নিমার চাঁদ নেমে এসেছে গরীবের মাটির পৃথিবীতে
কলঙ্কের দাগ বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে নিজেদের অজান্তে।


                ********


রচনাকাল - ০৪/০৩/২০২১