চোখে দিয়েছি অবিরাম জলের ঝাপটা -
তবুও চোখের জলটাকে আলাদা করে চিনে ফেলল সব্বাই
এত কষ্ট করেও দুটো জলকে এক করতে পারলাম না!


হালকা শরৎ বাতাস ছুঁয়ে যায় চোখের কোণ
শিউলি ফুলের সৌরভে হৃদয় হয়ে ওঠে ব্যাকুল
তবুও দুচোখ বেয়ে নামছে কান্নার ঢেউ ...


আপন অহংকারে দুলছে সাদা সাদা কাশফুল
মেঘের দলও ভেসে বেড়ায় হালকা মেজাজে
তবুও অনাবিল আনন্দে হাসতে পারছি কই!


বর্ষার বিষণ্ণতা কেটে গেছে মেঘলা আকাশ থেকে
তবুও হৃদয়ের অলিন্দে বেঁচে আছে একমুঠো কান্না রেশ
ভালবাসার করিডোর পেরিয়ে মুক্ত আকাশ হতে চেয়েছি বারবার।


পরিচিত জনেরা কেমন ভাবে হয়ে যাচ্ছে অপরিচিত
অভাবটা ভেতর থেকে কুরে কুরে খায় অহরহ
মুখ তুলে কথা বলবার সাহস হারিয়ে ফেলেছি।


সব্বার সঙ্গে তফাৎটা বড্ড চোখে পড়ে
কেউ মানুষ বলে মনেই করে না ...
ক্ষয়ে যাওয়া জীবনটা ভীষণ রকম বিবর্ণ মনে হয়!


         ******