আমের মুকুল শাখায় শাখায়
দু’নয়ন ভরে দেখি
শিমুল পলাশে রঙের খেলা
হৃদয়ে স্বপ্ন আঁকি!


দখিণা হাওয়ায় খুশির পরশ
হৃদয় পাগল পারা
জীবন নদীতে উঠেছে তুফান
হয়েছি সোহাগ হারা!


কোকিল ডাকে কুহুকুহু রবে
বসন্ত খুলেছে দ্বার
আকাশ বাতাস মুগ্ধ তাকায়
লাঘব হৃদয় ভার!


মনের ঠিকানায় গোপন চিঠি
রাত্রি কেন নীরব
চোখের পাতা ঘুম হারিয়ে
শরীর হবে সরব!


একমুঠো রঙ ছড়িয়ে দিলাম
হৃদয়ে খুশির বীণ
ভালোবাসার রঙ এমনি মধুর
রয়ে যাবে চিরদিন!


   *****