জীবনটা বড্ড ছোট ...
কে কাকে এনকাউন্টার করবে তারই প্রতিযোগিতা
ভাই ভাইকে, আত্মীয় আত্মীয়কে, বন্ধু বন্ধুকে
এভাবেই চলছে এভাবেই চলবে
প্রতিদিন প্রতিনিয়ত ...


কেবল যে জঙ্গি বা দুষ্কৃতীর জন্যে এনকাউন্টার
তা কিন্তু একেবারেই নয় -
হারিয়ে যাচ্ছে সভ্যতার সুন্দর রোদ
কুয়াশা ফুঁড়ে বেরিয়ে আসছে কালো মেঘের দল
খুশির আলোতে লেগেছে অমানিশির দাগ!


এনকাউন্টার করতে লাগে না অনেক পরিকল্পনা
সহজেই জঙ্গি বা দুষ্কৃতী মরবে ভাবা ঠিক নয়
বহু লড়াই পেরিয়ে জীবন মৃত্যুর মুখোমুখি হতে হয়
এনকাউন্টার যদি নিজেদের মধ্যে হয় সেটাই বড় দুঃখের
পরিচিত জনের মধ্যেই এনকাউন্টার!


হাসতে হাসতে চালিয়ে দেবে গুলি –
বুঝে ওঠার আগেই সব শেষ ...
অক্টোপাসের মত জড়িয়ে পড়ছে অসৎ মানুষ
লোভ লালসায় সব সময়ই চলছে এনকাউন্টার
এই এনকাউন্টারই গিলে খাচ্ছে সব্বাইকে!


     ******