রঙিন চশমাটা খুলে গেছে মানুষের চোখ থেকে
রামধনু রঙের আলোতে যেন ধূসর গোধূলির ছায়া
নববর্ষের আনন্দটা মানুষ তারিয়ে তারিয়ে উপভোগ করতে ভুলে গেছে।


খুশির রোদ্দুরে লেগেছে গ্রহণের কালো বিষ ছায়া
মানুষ ভুলে গেছে সুস্থ ভাবে কিভাবে বাঁচতে হয়
বসন্ত উৎসব পেরিয়ে এসেছে বিবর্ণ ফিকে রঙ নিয়ে।


বিগত বছরের ক্লান্তি থেকে এখনও মানুষ মুক্তি পায় নি
নববর্ষের উপহার নিতে কিংবা দিতে ভুলেই গেছে সব্বাই
ক্লান্তির মেঘে ছেয়েছে সুখী জীবনের আলোকিত অধ্যায়।


বুকের পাঁজরে মহামারির কালো ছায়া আজও জ্বলজ্বল করছে
মৃত্যু মিছিলে সামিল হয়েছে গরীব থেকে ধনী –
কেউই বাদ যায় নি, মুখের হাসি কেড়ে নিয়েছে ঈশ্বর।


মরা গাছে ফুল ফোটার মত মানুষও বাঁচতে চায় আগের মতই
মুক্তির গান গাইছে নববর্ষের নব প্রভাতে – “এসো হে বৈশাখ”
সব্বাইকে নিতে হবে শপথ, নতুন করে বাঁচার অঙ্গীকারে।।


      ******


রচনাকাল – ১৫/০৪/২০২১ ( বাংলা – ১লা বৈশাখ ১৪২৮ )