রামধনু রঙ হারিয়ে গেছে
আসছে চোখে জল
বাঁচার ঠিকানা গাছই দেবে
পাবে নিশ্চিত ফল!


বন কেটে গড়োনা নগর
করো বৃক্ষ রোপণ
গাছ বাঁচলে সবাই বাঁচবো  
রুখবো মৃত্যু বরণ!


হাসছে দেখো স্বপ্নের রোদ
হৃদয়ে নাও দম
গাছ কাটলে জীবন শেষ
বাঁচবে সবাই কম!


সুখের ঠিকানায়  মরা রোদ্দুর
সবই কেমন ফিকে
যেদিকে তাকাই শুধু হাহাকার
কাটা গাছ দিকেদিকে।


বিষ বাতাসে যাচ্ছে ভরে
বুকের গোপন গলি
গাছ লাগিয়ে দেশটা বাঁচাও
এসো আওয়াজ তুলি।


   ****