নষ্ট করেছি অনেক সময়
মানুষ ভীষণ বোকা
গাছ কাটছি ছোটো বড়ো
প্রকৃতিই দেবে ধোঁকা!


মানুষের যেমন প্রাণ আছে
গাছেরও আছে প্রাণ
নতজানু হয়ে চাও ভিক্ষা
জীবন করবে দান।


গাছের বুকে মানুষের শ্বাস
প্রাণ ভরে নিও বায়ু
যতোই করবে গাছ ধ্বংস
ততই কমবে আয়ু।


ভোরের আকাশ মুক্ত বাতাস
গাও জীবনের গান
ঘুমিয়ে আছে অ-সুস্থ পৃথিবী
মানুষের নেই দাম!


একটি গাছ একটি প্রাণ
করো অঙ্কুরে নাশ
গাছ বাঁচালে মানুষ বাঁচবে
নইলে গলায় ফাঁস।


       ******


রচনাকাল  - ১৫|০৬|২০২২