দিনের আলো নিভে গেলেই
আঁধার গিলে খায়
গরীব জনম কান্না কথা
কে নেবে তার দায়


অশ্রু এখন নীরব পাথর
হৃদয় জুড়ে কষ্ট
খরচ খাতায় শুধুই দেনা
জীবন কেন নষ্ট?


হিমেল পরশ লাগছে গায়ে
জুড়ায় হৃদয় প্রাণ
দুঃখ কথা ভুলবো ভাবি
উজান স্রোতে গান।


মরা গাঙে আসবে জোয়ার
আশায় বসে থাকি
ঋণের বোঝা কমবে সবার
শোধ হবে যতো বাকী।


    ****


রচনাকাল  - ০৩|০৯|২০২২