আকাশ জুড়ে পেঁচ লেগেছে
রঙ বেরঙের ঘুড়ি
মাঞ্জা দেওয়া সুতো লাটাই
মেলাতেই ঘুড়ি ধরি।

কাটা ঘুড়ি যাচ্ছে ভেসে
দূর নীলিমার পারে
কেউ বা হতাশ কেউ বা খুশি
মাঞ্জা সুতোর ধারে।

শরৎ মেঘে পুজোর গন্ধ
আকাশে মেঘের ভেলা
ঘুড়ির সাথে ঘুড়ির লড়াই
আসছে পুজোর মেলা।

ঘুড়িতে ঘুড়িতে কাটাকুটি হয়
আকাশে সবার দৃষ্টি
শৈশব দিন ফিরে ফিরে আসে
ঝমঝমিয়ে নামে বৃষ্টি।

ছোটো বড় সব্বার হাতে
ঘুড়ি লাটাই মাঞ্জা
বিশ্বকর্মা পুজো এলেই
দেখাবে যে যার পাঞ্জা।

        *****

রচনাকাল -
২৩শে আগস্ট ২০২৪