গুমোট গরম গ্রাম শহরে
ঘাম শুকিয়ে রক্ত
বৃষ্টি হবে এমন আশা
মাটির বুকটা শক্ত।


ভিজবে মাটি ভিজবে কৃষক
নামলে অঝোরে বৃষ্টি
ছন্দে জীবন ফিরবে আবার
তবেই হবে সৃষ্টি।


মাটির বুকে ধানের বীজ
এবার হবে বপন
চোখের জল মুছবে সবাই
লিখবে নতুন স্বপন।


চাষের জমি শুকিয়ে মরা
বৃষ্টি ছোঁয়ায় হাসি
ধানের চারা স্বপ্ন দেখায়
কান্না হবে বাসি।


ঋণের বোঝা কমবে এবার
পরিবার থাকবে সুখী
সোনালী ধান বাঁচতে শেখায়
নইলে সবাই দুখী।


        *****


রচনাকাল  - ১৪|০৬|২০২২