অন্ধকার কেটে যাবে -
নীল রোদ্দুর ছুঁয়ে যায় হৃদয়ের বেলাভূমি
মাটির গন্ধ ভেসে আসে অচিন আঁধার থেকে
পিছন ফিরে তাকিয়ে দেখি অসংখ্য মানুষ শুয়ে আছে ফুটপাতে।


নীল আকাশের নীচে শরতের ভোর -
শিশির বিন্দু ঘাসের বুকে ছড়িয়ে আছে অবলীলায়
শিউলি ফুলের গন্ধ মিশে যাচ্ছে ঐ সব মানুষের বুকের মধ্যে।


শিশিরের কোলাহলে ঘুম ভাঙছে অসুখী মানুষের
বাতাসের শরীর জুড়ে হিমেল পরশের ছোঁয়া
ঘাসেদের নিঃশ্বাসে শিশিরের গন্ধ ...
স্বপ্নগুলো আজও হৃদয়ের আস্তিনে খেলা করে।


পুজোর আগমনী গানে মা দূর্গার আবাহন
শারদ কলতানে মুখরিত হয় আকাশ বাতাস
মাটির পৃথিবীতে মা আসছে আবার  -
অন্ধকার কেটে গিয়ে আলোয় আলোকিত হবে গোটা পৃথিবী।


                   *******


রচনাকাল  - ০৫|০৯|২০২২