গঙ্গার নীচে ছুটছে ট্রেন
উন্নত মোদের দেশ
তবুও কেন এতো হিংসা
আছে হীনতার রেশ।
যাচ্ছে মানুষ চাঁদের দেশে
ছুটছে আকাশে রকেট
গরীব মানুষ মিছিল করে
ফাঁকা সবার পকেট।
খুন ধর্ষণ লেগেই আছে
কবে হবে বন্ধ
স্বপ্নের নদী হবে ফানুস
সভ্যতার শরীরে গন্ধ!
মনের আঙিনায় রক্ত লেগে
উঠবে কবে দাগ
হিংসা বিদ্বেষ দূর হলেই
হবে না দেশ ভাগ।
সুখের বন্দরে করি বসবাস
হৃদয়ে হাজার স্বপ্ন
সব্বাই মিলে থাকবো সুখে
এই আশাতেই মগ্ন।
******
রচনাকাল -
১৬ই আগস্ট ২০২৪