মন্দ আলোয়               লিখেছে ভাগ্য
           জীবন নদীর তীরে
ভাটিয়ালি সুরে              উতলা আবেশ
             সুখ গিয়েছে ফিরে।


ধূসর গোধূলি                 বুকের পাঁজরে
             জুই চামেলির গন্ধ
শরীরের নদী                 মৌতাত ভুলে
             দুয়ার করেছে বন্ধ।


নিঃঝুম রাত                  উদাসী চাঁদ
           ঘুম ভাঙ্গে বেলাভূমি
কিশোরী জ্বেলেছে              আশার প্রদীপ
              প্রেম এক মরুভূমি।


দূরের আকাশ                ছলনা ভুলেছে
               স্পর্শ গন্ধে সুখ
ভালোবাসায় নদী              ডুবে যায়
               কোথায় উৎস মুখ!


চোখের তারায়                 মায়ার খেলা
                 ঘুমায় পূর্ণ চাঁদ
উল্লাস করে                 জোনাকির দল
           কিশোরী পেতেছে ফাঁদ!


                  *****