একটা স্বাবলম্বী পুরুষ হয়ে বাঁচতে চাই
পরগাছা জীবন আর সহ্য হয় না
সবাই চোখ রাঙিয়ে বলে ‘অপদার্থ’!


নিজেকে কখনো কর্মঠ পুরুষ ভাবিনি
অগোছালো শরীরে ঘুণ পোকায় ভরে গেছে
সুখী ভাবতে ভাল লাগে নিজেকে চিরকাল!


অপরাহ্নের শেষ আলো শুষে নিচ্ছে যৌবন
চোখের ভাষায় মৃত মানুষের কান্না শোনা যায়
অর্থহীন জীবনে রঙমশাল জ্বলেনি কখনও!


রেল লাইনের ধারে বস্তির মত উলঙ্গ জীবন
যে কোন মুহূর্তে উচ্ছেদ করবে বস্তি জীবন
পরগাছার মত বেঁচে থাকে বস্তির মানুষ!


শুক্ল পক্ষের চাঁদের আলোয় মায়াময় লাগে
গহীন রাতেও চোখের কোণে দু’ফোঁটা অশ্রুবিন্দু
স্বাবলম্বী পুরুষের চোখে রুপালী জ্যোৎস্নার খেলা!


          ******