অনুকাব্য – সূর্য গ্রহণ
**************


আকাশে এখন সূর্য গ্রহণ
করো আজ উপবাস
ভোগ বিলাসের বহু আয়োজন
যেন সব পরিহাস।


দিনের আলোতে আঁধার ঘনায়
যেন এক কালরাত্রি
সাঁঝের আগেই ডুবেছে সূর্য
আমরা আঁধার যাত্রী।


    ****
রচনাকাল - ২০/০৬/২০২০



অনুকাব্য – ঘুণ
************


ভাঙা জানালায় অবনত সুখ
শরীরে ধরেছে ঘুণ
বিষণ্ণ হৃদয়ে নীরব বাজে
বিরহের করুণ ধূন।


সোহাগের দিন হয়েছে বিলীন
ভালোবাসা আজ ফিকে
গোপন কথা থাকে গোপনে
মরা রোদ্দুর দিকে দিকে।


    ****
রচনাকাল - ১৯/০৬/২০২০