ঘূর্ণি জল জেনেও শরীর ভাসিয়েছি
ডুবিয়ে দিয়েছি জীবনের শেষ আলোটুকু
গভীর বিশ্বাসে স্পর্শ করেছিলাম যাকে
স্বেচ্ছাচারী মনে দাওনি একটুও স্থান!


ক্ষয়িষ্ণু নদীর মত জীবন ক্রমশ রঙহীন
রাত জোনাকির শরীর থেকে মুছে গেছে আলো
অন্ধ জোনাকির দল পথ ভুলে হারিয়ে যায় গহীন বনে
তাদের ঠিকানা লেখা হয় মৃত্যু উপত্যকায়!


অতৃপ্ত কামনা বাসনায় নিমজ্জিত শরীরের প্রতিটি কোষ
রাতজাগা পাখিদের মত নিদ্রাহীন আলো আঁধারি জীবন
চাওয়া পাওয়ার মাঝে ব্যবধান লক্ষ যোজন দূর
অন্ধকার আকাশে হাহাকার ওঠে স্বেচ্ছাচারীর শরীর!


ঘূর্ণি জল সীমারেখা জানে না ...
মনের অতলে দুবে যায় স্বপ্নের ভোর
বিশ্বাসহীন জীবনটা একটা ভাঙা সাঁকোর মত ঝুলছে
যদি কোনদিন শরীর জাগে চন্দন গন্ধে আবার দুটো মন হবে একাকার!


         ******