কবিতা  -  ঘূর্ণিঝড়
***************


অদৃষ্টের ফেরে হারিয়ে গেছে
সুখের সোনালী হাসি
আসছে ধেয়ে 'আমফান' ঝড়
কান্না হয়েছে বাসি!


মাটির বাড়ি পড়ছে ভেঙে
অসহায় যতো বস্তি
মাথা গোঁজবার ঠাঁইটুকু নেই
কোথায় আছে স্বস্তি!


ঝড়ের সাথে অঝোরে বৃষ্টি
ফসল হবে নষ্ট
দুঃখ ব্যথা বুঝবে কজন
গরীবের বাড়বে কষ্ট।


ভাঙছে গাছ ভাঙছে হৃদয়
ভাঙছে খুশির ঘর
ঘূর্ণি ঝড়ের তাণ্ডবে শেষ
অসহায় যতো নর।


পাখির বাসা ভেঙে চুরমার
তারা আজ নীড়হারা
দীন দরিদ্র অনাথ আতুর
তারাও সবাই দিশেহারা।


ঠিকানা পাল্টে ঝড় ফিরেছে
যেথায় তাদের ঘর
বাংলার বুকে বারবার কেন
এমন ঘূর্ণি ঝড় !


        ********
রচনাকাল  -  ২০|০৫|২০২০


********************
কবিতা  -  হারিয়ে গেছে সুখ
*******************


ঝোড়ো হাওয়া করছে খেলা
সঙ্গে মাতাল বৃষ্টি
এমনি যদি চলতে থাকে
কেমনে হবে সৃষ্টি!


প্রকৃতি এতো নির্দয় কেন
করছে সবই শেষ
ঝড় বৃষ্টিতে নাকাল মানুষ
কিছুদিন রইবে রেষ।


গাছ গাছালি ভাঙছে ঝড়ে
কাঁপছে ভয়ে বুক
সামাল সামাল রব উঠেছে
হারিয়ে গেছে সুখ।


কঠিন অসুখে মরছে মানুষ
সাথে ঘূর্ণিঝড় দোসর
বিধাতা আজ ধ্বংস খেলায়
পেতেছে যেন আসর।


প্রকৃতির এমন ভয়াল রূপ
দেখিনি কখনো আগে
জীবন মৃত্যু মুখোমুখি দাঁড়ায়
প্রকৃতি ফুঁসছে রাগে।


         ******
রচনাকাল  - ১৭|০৫|২০২০