কবিতা  -  ঘূর্ণিঝড়ের তান্ডব
*********************


ধ্বংসের প্রলয় লীলায় খুশি তো ভগবান
সবুজ বনানী তছনছ করে তবেই শান্তি
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সবকিছুই খেলনার মতোই লন্ডভন্ড।


ভেঙে পড়েছে ছোট বড় প্রায় সব গাছ
কত মানুষ গৃহহীন তারিখ নেই হিসেব
বেঁচে থাকার সামান্য আশ্রয়ও নিয়েছো কেড়ে।


মৃত্যু মিছিল অব্যাহত জেলায় জেলায়
কেউ গাছ চাপা পড়ে, কেউ বা বাড়ি
বিদ্যুতের খুঁটি ভেঙে কিংবা তার ছিঁড়ে ছিন্ন ভিন্ন।


ঘূর্ণিঝড়ের এমন ভয়ঙ্কর রূপ কখনো দেখি নি
ফসল থেকে সবজি সবই নষ্ট হয়ে গেছে
প্রকৃতির করাল গ্রাসে নিমেষে শেষ শান্ত গ্রাম বাংলা।


দুচোখে ভরে আসছে জল
গরীব মানুষের কষ্টের অন্ত নেই
বিচ্ছিন্ন দ্বীপের মতো লাগে নদী এলাকার
অসহায় মানুষদের।


দুবেলা দুমুঠো পেলেই তারা খুশি
সেই মুখর গ্রাস কেড়ে নিয়েছো ভগবান
মাথার উপর সামান্য ছাউনিটা নিলে কেড়ে ।


আয়লা, ফনী, বুলবুল, উমফুন একটার পর একটা ঘূর্ণিঝড়
কেন তুমি এমন ধ্বংস খেলায় মত্ত
এমন ক্ষতি করে মানুষকে নিঃস্ব করে কী লাভ পাও প্রভু।


             ********
রচনাকাল  - ২১|০৫|২০২০



**********************
         কবিতা  -  অবাক পৃথিবী
**********************


ভাঙাচোরা মন, অবাক পৃথিবী -
বাঁচার অধিকার সব নিয়েছে কেড়ে
হাসিটুকু দিয়ে গড়িয়ে পড়ছে চাপ চাপ রক্ত।


কান্না মুছে চেয়ে দেখি পৃথিবীটা ধূসর ঘোলাটে
ভাঙা জাহাজের মাস্তুলের মতো দিশেহারা অবস্থা
মাঝ সমুদ্রে ডুবছে রোদ্দুর ভরা জীবন।


চোরা পথে শরীরে ঢুকছে বিষ রক্ত  -
সামনে দেখছি মোমবাতির আলো জ্বলছে মিটিমিটি করে
যে কোন সময়ে দমকা হাওয়ায় নিভে যাবে সব।


মানুষের জীবনের নেই কোনো দাম
বালু শিল্পের মত মানুষের ভঙ্গুর জীবন
একটা ঢেউতেই সমস্ত কিছু নিঃশেষ।


তবুও মানুষ বাঁচতে চায় -
একটু আশা, একটু আলো, একটু স্বপ্ন নিয়ে
ভাঙাচোরা মনটাকে একটুখানি সুস্থ দেখতে চাই সব্বাই।


                 ***********


রচনাকাল  -  ০৪|০৫|২০২০