জীবনের রঙ বিবর্ণ কেন
নিজেকে করি প্রশ্ন
দিনের আলোয় আঁধার দেখি
কোথায় প্রভু কৃষ্ণ!


শরৎ মেঘেও অবিরাম ধারা
ভাসছে শহর গ্রাম
কাশফুল সব ভিজছে নীরবে
গরীবের নেই দাম!


আগমনী সুর থমকে গেছে
আকাশ মেঘে ঢাকা
বৃষ্টি তুমি অবুঝ নাকি
হৃদয় যেন ফাঁকা!


উড়ছে পাখি মেঘের বুকে
ভিজছে শিউলি ফুল
অকাল শ্রাবণ আছড়ে পড়ে
ভাঙবে সকল ভুল!


ভারী বর্ষণে মণ্ডপ তৈরির
থমকে গেছে কাজ
এখানে ওখানে পড়ছে শুধুই
বিকট শব্দে বাজ!


মা দুর্গা আসবে ঘরে
খোলো সবার আঁখি
ঝড় ঝাপটা কাটবে সবই
হৃদয়ে স্বপ্ন দেখি!


  *****