বাড়ছে রাত আসেনা ঘুম
বন্ধ হয়না চোখ
ঢং ঢং করে বাজছে দুটো
হৃদয়ে জাগছে শোক!


পাথর বোঝা হৃদয়ে চাপা
সহ্য হয়না আর
ক্ষুধার্ত রাত গিলতে আসে
মাথায় ঋণের ভার।


ভোরের আলো লাগলে চোখে
ভাসে সবার মুখ
অভাব আছে কান্না আছে
আছে হাজার দুখ।


ছলনা করে বলতে পারিনা
দু'বেলা জোটাবো ভাত
ঝাপসা চোখে কান্না লিখি
জীবন এক গিরিখাত।


পালিয়ে বেড়াই ভোর প্রভাতে
নিঃশর্তে চাই মুক্তি
এমনি করে বেঁচে থাকার
আছে কি কোনো যুক্তি?


     ******


রচনাকাল  - ২০|০৮|২০২১