কাব্য লিখে চলে না সংসার
তবুও কাব্য লিখি
ঘুম ভেঙে যায় রাত গভীরে
অলীক স্বপ্ন দেখি।


খাতা কলম নিয়েই বসি
পাই না নতুন শব্দ
কাব্যের পাতা সাদাই থাকে
কবিরা সদাই জব্দ।


কবিদের ঘরে অভাব আছে
সংসারে নেই সুখ
শব্দের পিঠে শব্দ লাগিয়ে
মেটাবে কবিরা ভুখ!


গৃহিনী বলে কাব্য লিখে
চলবে কেমনে দিন
পাগল কবিরা উদাস হাসে
বাড়ছে সংসারে ঋণ।


গীতবিতানের পাতায় পাতায়
কাব্য খোঁজে কবি
শিয়রে দাঁড়িয়ে মুচকি হাসেন
এই বিশ্বের রবি।


      ******


রচনাকাল - ১৩|১১|২০২১