বিছানায় শুয়ে বিশটি বছর
কোমর হয়নি সোজা
সূর্যের আলো পড়েনি চোখে
হয়েছি সবার বোঝা।


কাশতে গেলেই রক্ত ওঠে
হয়না তবুও মরণ
পাপের ক্ষয় হয়নি আজও
ঈশ্বরকে করছি স্মরণ।


দু’চোখে নেমেছে গোধূলির ছায়া
দয়াময় করো ক্ষমা
এতো বছরেও নিজের জন্যে
করিনি পুণ্য জমা?


কৈশোর যৌবন আলোময় জ্যোতি
ছিল হৃদয়ে স্বপ্ন
কোন অভিশাপে লিখলে এমন
ভাবনাতে হই মগ্ন!


শিশির প্রভাতে শেখালে আমায়
মানুষ মানুষের জন্য
ঈশ্বর তুমি অন্ধ দেবতা
কপালে লিখলে শূন্য।


   ****


রচনাকাল – ০৪/১২/২০২১