ছোট্ট মেয়ের হাত ভর্তি
টুকটুকে লাল গোলাপ
লাজুক হেসে কিনছে কেউ
করছেনা কেউ আলাপ!


গোলাপ দিবসের মানে বোঝেনা
ঐটুকু ছোট্ট মেয়ে
গোলাপ বেচে রোজগার তার
অভাব আছে ভরে!


ক’জন জানে তার দুঃখ
রাখে ক’জন খোঁজ
বাড়িতে আছে অসুস্থ মা
জোটেনা খাবার রোজ!


গোলাপ বেচে খরচ চালায়
কেনে দু’মুঠো চাল
জীবন যুদ্ধে লড়াই করে
ফিরবে কবে হাল?


বাবার কথা পড়েনা মনে
গেছে কোথায় চলে
মায়ের জন্যে ভেবে ভেবে
দু’চোখ ভরে জলে!


এই বয়েসেই হারিয়ে গেছে
ছোট্ট মেয়ের হাসি
গোলাপ দিয়ে সবার হাসাও
তোমার হাসি বাসি!


প্রভাত আলোয় গোলাপ দিবস
স্বর্গ সুখের মেলা
ছোট্ট মেয়ে গোলাপ বেচে
হারিয়ে গেছে খেলা!


   ****