শিমুল পলাশে রঙ মাখিয়ে
এলো চৈত্র মাস
সবুজ বনানী খুশিতে হাসে
মোরা প্রকৃতির দাস।


প্রকৃতির রঙ একী অপরূপ
মুগ্ধ হয়ে তাকাই
দহনের দিন আসেনি এখনো
হৃদয়ে আবেশ মাখাই।


কুয়াশায় ঢাকা ভোরের আকাশ
যায়না কিছুই দেখা
সূর্যমুখীর হলুদ শোভায়
ক্যানভাসে যেন লেখা।


মায়াবী বনানী মুক্ত বাতাস
পাবেনা কোথাও আর
ফাগুন বেলায় রঙের খেলায়
খোলো হৃদয় দ্বার।


প্রকৃতি নয় কারুর গোলাম
মানুষই করে ভিক্ষা
নগর জীবন হাঁসফাঁস করে
সবাই নেবে শিক্ষা!


  ****


রচনাকাল – ১৬/০৩/২০২১