হৃদয় নদী               অথৈ সাগর
        ডুবছে স্রোতের টানে
ফাগুন হাওয়ায়             আগুন খেলা
              রঙ ছড়ালে মনে।


মন যমুনায়                 জোয়ার ভাটা
           হৃদয়ে ব্যকুল সুর
জনম জনম                প্রেমের বাঁধন
          হবেনা কখনো দূর।


হাঁটু জলে                 ভেসে যায়
           স্বপ্ন সুখের ঘর
জাগছে মন               মৃত নদী
         ভাসছে দুখের চর।


দখিনা হাওয়ায়               খুশির ঝলক
               ওষ্ঠে কামড় দাগ
রাত্রি বলে                 অনেক হল
            ভাগ বন্ধু ভাগ!


মিষ্টি সকাল              দুঃখ ভুলে
           গোপন কথা কয়
বন্যা আসুক               স্রোত হারিয়ে
          দুঃখীর নেই ভয়।।


                ****