আনমনে ছিঁড়ে ফেলি
ক্যানভাসে আঁকা তোমার অধর
পিপাসার মানুষকে দাও নি
একটুও অধর স্পর্শ।


শরীর জুড়ে গোধূলির আলো
অঝোরে বৃষ্টি নামছে নির্জন বালুচরে -
ধুয়ে যাচ্ছে তোমার
অধরের গোপন খেলা।


পাতার মর্মর শব্দ ছিল না
তবুও স্পর্শে কোমলতা টের পাই
পাখিদের কলতানে মুখরিত
অনুচ্চারিত ক্যানভাস।


চোখের পলক ছুঁয়ে নেমে আসছে
তৃষিত অধরের হাহাকার -
বুকে তোমার একরাশ জ্যোৎস্না
সেই আলোতে ভেসে যাই অতলে।


        ********