প্রজাপতির ডানায় আঁকা রঙিন সূর্যকিরণ
প্রভাত আলোয় পিপাসার মধু খোঁজে
ফুলের বনে রামধনু রঙ খেলা -
আকাশ গলানো রোদে লুকায় প্রজাপতি।


এক মুঠো রোদ প্রজাপতির ডানায়
হাওয়ায় ভাসে স্বপ্নে ওড়ার স্বাদ
বুকের মধু লক্ষ যোজন দূর ...
হৃদয় খোঁজে মনের গোপন ওম।


নারী তুমি হও রঙিন প্রজাপতি
পুরুষ পাগল তোমার মধুর লোভে
আলোকবর্ষ কেবল পেরিয়ে যায়
মধু খোঁজার হয় না কখনো শেষ ।


      *********