চোখ থেকে ক্রমশ সরে যাচ্ছে অন্ধকার
বৃষ্টির ঝাঁট আসছে ভাঙা জানালার ফাঁক দিয়ে
ভিজে যাচ্ছে খাট, নরম বিছানা, নারী শরীর।


রামধনু আঁকা আকাশে কখন যে নেমে এলো বৃষ্টি
তবু ভিজতে ভাল লাগছে এই অসময়ে -
বুক থেকে খসে গেছে দোপাট্টা কোনো এক অবসরে।


সাদা বকের ডানায় নেমে এসেছে মেঘের ঘনঘটা
ঝাপসা বৃষ্টিতেও স্বচ্ছ দেখা যায় অতীতের দলিল
ভালোবাসা নতজানু হয়ে ভিক্ষা চায় নারীর কাছে।


বুকের ভেতর পুড়ে যায় তীব্র দহন জ্বালায়
গোপন ফসিল খুঁজতে মরিয়া জ্যোৎস্না আলোতে
দিন রাতের তফাৎ ভুলে যায় অহং সময়।


পাল তোলা নৌকা মাঝ নদীতে ঠায় দাঁড়িয়ে
অঝোর বৃষ্টিতেও ভ্রূক্ষেপ নেই মাঝিহীন নৌকার
কোন একদিন ফিরে আসবে কূলে সবকিছু ভুলে!


            *******