গরীব ঘরে কান্না লেখা
সবার চোখে পড়ে
বহুতল বাড়ি কান্না লুকায়
হৃদয় গোপনে নড়ে!


একটু সুখ একটু আয়েশ
গরীব দেখে স্বপ্ন
পালিশ জীবন ভোগ বিলাসেই
ধনীরা কেমন মগ্ন!


পৃথিবী জানে সুখের খোঁজে
গরীব খেটেই মরে
ধনী মানুষ অধিক সুখে
শুধুই অহং করে!


আকাশ ধনীর হাতের মুঠোয়
স্বপ্ন আকাশ ছোঁয়া
কুঁড়ে ঘরে সারাটা জীবন
হয়না কারোর মায়া!


এক পৃথিবী খিদে নিয়েই
হাসে মলিন হাসি
বেশি খাবার দাওনা ওদের
হোকনা দু’দিন বাসি!


   ****