আকাশ বাতাস মুখোরিত করে
মা এসেছে মর্তে
গরীবের হাসি অমলিন রবে
সবকিছু হয় শর্তে?


আগমনী গানে রঙ লেগেছে
শিউলি ফুলও হাসে
হাওয়ায় দোলে কাশফুল সব
বন্ধু হৃদয়ে আসে!


আলোক মালায় ভাসছে রাত্তির
গ্রাম থেকে শহর
লড়াই চলছে সেরা হওয়ার
দেখায় মন্ডপে বহর!


সেরা প্রতিমা কোনটা হবে
কে যে সেরার সেরা
সেরা থিম কিংবা পরিবেশ
আলোয় ভুবন ভরা!


পুজোর কদিন কাটুক খুশিতে
সব্বার হোক ভালো
মা দূর্গার আশিষ পেলেই
কাটবে আঁধার কালো!


দুঃখের রঙ ভুলবে সবাই
কেবল খুশির হাসি
জীবন আলোকে দুঃখ ভুলে
বলবো, মাকেই ভালোবাসি !


           *******