অলীক স্বপ্নে বাস্তবের ছোঁয়া নেই
আকাশে মেঘ ভাঙা কান্নার শব্দ...
সবুজের বুক থেকে হারিয়ে যাচ্ছে সুখের রোদ্দুর।


হৃদয়ের গভীরে ডুব দিয়ে দেখো অচেনা আলোর জ্যোৎস্না খেলা করে
রাত গভীর হলে বিছানায় শুয়ে থাকে অভুক্ত ইতিহাস
সুখ খুঁজতে খুঁজতে দিশেহারা রোদ্দুরহীন মানুষ।


ঈশ্বরের পায়ে জমা দিয়েছি যা কিছু করেছি পুণ্য
তবুও সুখের ছাড়পত্রের হদিস পেলাম না আজও
অন্ধ দুঃখের হাতে সঁপে দিয়েছি জীবনের রঙিন বসন্ত।


গরীবের উঠোনে অনাহারে বড় হয় শিশু
অধিকার কেড়ে নিয়েছে নিয়তির নির্মম পরিহাস
ফাগুনের রঙ ক্রমশ ফিকে হয়ে যায় একঝাঁক তরুণ প্রজন্মের নিজস্ব ঠিকানায়।


             ******


রচনাকাল - ১৪/০১/২০২২