কবিতা   -  গর্ভধারিণী
*****************


মায়ের বুকে মুখ লুকিয়ে
কেটেছে অনেক রাত
স্নেহের আঁচলে জড়িয়ে ধরে
সদাই দিয়েছো সাথ।


নয়টি মাস গর্ভে ধরে
রাখলে আমায় সুখে
শত দুঃখেও দাওনি কষ্ট
নিজেই কাটালে দুখে।


সারাটা দিন মাটির উঠোনে
মায়ের সাথে খেলা
শৈশব স্মৃতি বড়ই  মধুর
খুশিতে ভাসাই ভেলা।


দশ্যিপনার শেষ ছিল না
তবুও করোনি রাগ
আঁচল ছায়ায় আশ্রয় দিয়ে
হৃদয়ে রাখলে দাগ।


কঠিন অসুখে রাত্তির জেগে
রাখলে আমায় বুকে
তোমায় মাগো সারাটা জীবন
রাখতে পারি সুখে।


বয়সের ভারে শরীর বেঁকেছে
তবুও অমলিন হাসি
সন্তানের জন্যে আজীবন আশিষ
মাগো তোমাকেই ভালোবাসি।


       *********


রচনাকাল - ১০|০৫|২০২০ ( বিশ্ব মাতৃ দিবস)



****************
       কবিতা  - জননী
****************


ঈশান আকাশ ঝোড়ের মত মায়ের চোখে জল
একমাত্র ছেলেকে মানুষ করতে যা কিছু ছিল সবই গেছে
আটপৌরে জীবনে লেখাপড়া শেখানো খুবই কষ্টকর।


মায়ের একটাই ইচ্ছে ছেলে মানুষ হোক
মেধাবী ছাত্র, কষ্টের সংসার হয়েও ছেলেকে করেছে মানুষ
ছেলের জন্যে  সে এক অসম লড়াই ...


এখন সে বিদেশে, মোটা মাইনের চাকরি -
মায়ের ঠিকানা এখন বৃদ্ধাশ্রম
কষ্টের দিনগুলো স্মৃতির পাতায় উঁকি দেয় ।


ভারতবর্ষের মেধাবী ছাত্ররা ক'জন থাকে দেশে
বয়স্ক বাবা মাকে দেখার কেউ নেই -
তাদের জন্যেই এইসব বৃদ্ধাশ্রম।


সন্তানদের আকাশ ছোঁয়ার স্বপ্ন চিরকাল -
তারা মাকে ভুলে নতুন পৃথিবী গড়ে
মায়েরা বৃদ্ধাশ্রমের জানালায় দাঁড়িয়ে চোখের জল ফেলে।


সন্তানের মঙ্গল কামনা করে সারাটা জীবন
মায়ের ছোট্ট গর্ভে সন্তান বড় হয়ে থাকে
কিন্তু সন্তানের বিলাসবহুল ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না।


                **********


রচনাকাল  -  ১০|০৫|২০২০ ( বিশ্ব মাতৃ দিবস)