গ্রাম আছে বলে মানুষ দু'মুঠো খায়
গ্রাম আছে বলে প্রকৃতির আছে দায়
গ্রাম আছে বলে মানুষ এখনো হাসে
গ্রাম আছে বলে মানুষ মানুষকে ভালোবাসে।


গ্রাম আছে বলে মানুষ নেয় শ্বাস
গ্রাম আছে বলে কষ্টে সুখে বাস
গ্রাম আছে বলে নতজানু হয় ভোর
গ্রাম আছে বলে হৃদয়ে খুলছে দোর।


গ্রাম আছে বলে কৃষকের মুখে হাসি
গ্রাম আছে বলে দুঃখ হবেই বাসি
গ্রাম আছে বলে সব্বার জোটে অন্ন
গ্রাম আছে বলে মানুষ নয় তো ভিন্ন!


গ্রাম আছে বলে পাখিরা মেলছে ডানা
গ্রাম আছে বলে ওড়ার নেই তো মানা
গ্রাম আছে বলে প্রাণ ভরে নিই বায়ু
গ্রাম আছে বলে মানুষের বাড়ছে আয়ু।


গ্রাম আছে বলে হাসি মুখে থাকে শহর  
গ্রাম আছে বলে সুখের এতো বহর
গ্রাম আছে বলে মানুষ দূষণ মুক্ত
গ্রাম আছে বলে কেউ নেই অভুক্ত!


              ********


রচনাকাল  - ১২|০৫|২০২২