গ্রামের মানুষ উৎসব করে নেই পিছিয়ে তারা
খুশির আলো পড়ুক জীবনে হাসুক খুশিতে ওরা।


দুঃখ আছে সারাটা বছর কষ্টে থাকে গ্রাম
রামধনু রঙ আকাশ জুড়ে কোথায় সুখের ধাম।


কাশের বনে বাজল মাদল শরৎ আকাশে হাসি
মায়ের কৃপায় দুঃখ ভুলে সবাই থাকি খুশি!


মাটি দিয়ে সৃষ্টি নতুন মাটিই বসুন্ধরা
কুমোর গড়ে মাটির জিনিস মাটিতে সুবাস ভরা!


কুটির শিল্প এখনো বেঁচে মাটি মোদের মা
বিশ্ব জুড়ে কোথাও পাবেনা এমন মাটির প্রতিমা!


              ********