জোনাকির সাথে আড্ডা মারে
নিশুতি রাতের চাঁদ
গরল শরীর আসে না ঘুম
কে যেন পাতছে ফাঁদ।


রাতের কান্না দেখে না কেউ
জীবন গড়ের মাঠ
শীতের সকালে কান্না লুকিয়ে
লিখছে সহজ পাঠ।


কুয়াশায় ঘেরা আঁধার জীবন
সুখের কাব্য কই
গৃহপালিত পশুর মত
টানছে মানুষ মই।


ভুলতে চাইছে দুঃখ কাব্য
হাসিটাই মেঘে ঢাকা
জোনাকির আলো মিটিমিটি জ্বলে
নিঃঝুম রাত ফাঁকা।


সোনালী রোদের প্রতীক্ষায় সবাই
কাটবে দুঃখ ঘোর
কষ্টের মেঘ যাবেই কেটে
দেখবে নতুন ভোর।


         ****


 
রচনাকাল – ১৭/১২/২০২১