উড়ন্ত পাখির মত সারাদিন ছুটে বেড়ানো -
অনেক রাত্তিরে গুহাতে হামাগুড়ি দিয়ে ফেরা
আলো বাতাস হীন কষ্টের গুহা জীবন।


প্রচণ্ড শীতেও দরদর করে ঘেমে যায় শরীর
কষ্টের নীল পাথরে তৈরি মানুষের হাড় মজ্জা –
রক্ত জল হয়ে বেরিয়ে যায় শরীর থেকে।


সভ্য সমাজেও এভাবে বেঁচে থাকতে হয় ...
গোধূলির আলোতে চেনা যায় না অসুখী মানুষের মুখ
স্বপ্নভঙ্গ আর স্বপ্ন পূরণের এক কঠিন লড়াকু জীবন।


সেদ্ধ চালের গন্ধ ভেসে আসছে দূর থেকে –
গুহা জীবন কাটাতে কাটাতে মানুষ ভুলে গেছে সুখের স্বাদ
রক্ত চুষে নিচ্ছে নিশুতি রাতের অলীক অন্ধকার।


পাথর যেন বুকে চেপে বসে আছে সারাটা জীবন
কবে মানুষ মুক্তি পাবে এই গুহা জীবন থেকে ...
দিনের রোদ্দুরের তেজটাও কেমন ধোঁয়া ধোঁয়া মনে হয়।


           *******


রচনাকাল – ০৮/০১/২০২১