গুরুর আশিস মাথায় নিয়ে
জীবন করো শুরু
সকাল সন্ধ্যা প্রণাম করো
দূর হবে যতো মরু।
মা বাবা আসল গুরু
ভুলবে না তো কেউ
সদাই তাঁরা থাকবে পাশে
আসুক হাজার ঢেউ।
শৈশব জুড়ে আদর নিলে
সাথী মা ও বাবা
দুঃখের দিনেও পাবে পাশে
কেউ দেবে না থাবা।
গুরুর আশিস থাকবে মাথায়
যদি করো পুণ্য
দূর নীলিমায় লিখবে স্বপন
নইলে জীবন শূন্য।
মধুর জীবন কাটবে সবার
করো গুরুকে ভক্তি
সব বিপদের হবে অবসান
মিলবে জেনো মুক্তি।
*****
রচনাকাল -
৬ই আগস্ট ২০২৪