কান্নাগুলো মিছিল করে হাঁটে
পিছন ফিরে তাকালি না কেন আজ
অবাক রাতের তারারা তোকে দেখে
বরফ শীতল শরীরে নেই বল
বন্ধ চোখে নেই তো ছল।


একটা মৃত্যু
একটা স্বপ্নের পথচলা
একটা ভালোবাসা -
সবই যেন মৌন মুখর নিস্তব্ধতা।


হে ক্ষণিকের অতিথি
চাঁদের আলো ছুঁয়ে যায় শ্মশান চিতা
দাউদাউ লেলিহান শিখায় জ্বলছে তোমরা যন্ত্রণা
পুড়ে ছাই ভালোবাসা...


লড়াই মানেই ঐন্দ্রিলা -
যন্ত্রণায় কুরে কুরে খায় হাড় মজ্জা অস্থি
তবুও হাসি মুখে হৃদয়ের কথা বলো -
বসন্তের ছোঁয়ায় ফিরবে বলেছিলে, ফেরা হল না।


               *******


২০ নভেম্বর ২০২২