আগ্নেয়গিরির লাভায় ঝলসে যাচ্ছে সমুদ্রের বুক
দিকে দিকে ছড়িয়ে পড়ছে সমুদ্র লাগোয়া শহর গ্রাম
পুড়ে যাচ্ছে সবুজ বনভূমির অপরূপ শোভা!


জ্বলন্ত লাভাগুলো আগুনের ফুলকি হয়ে ঝরে পড়ছে
মানুষ ছুটছে এদিক ওদিক বাঁচার তাগিদে ...
হাতের মুঠোয় প্রাণ নিয়ে পরিবারগুলো বিভ্রান্ত হতচকিত!


হয়তো জীবনটা এমনি কঠোর বাস্তবের প্রতিফলন
ঘুমন্ত আগ্নেয়গিরির জাগ্রত লাভায় মানুষের প্রাণ ওষ্ঠাগত
সুখের জীবনে এভাবেই করে নেমে আসছে দুর্ভোগের ঝড়!


কবে থামবে ঘুমন্ত আগ্নেয়গিরির পাগলামি কেউ জানে না
সমুদ্রের জলে আছড়ে পড়ছে জ্বলন্ত আগুনের গোলা –
সবুজ বনানীও পুড়ে তৈরি হচ্ছে এক নতুন হলুদ পৃথিবী!


            ********