অস্তমিত সূর্যের হাত ধরে হেঁটেছি বহুকাল
সময়ের আস্তিনে মুখ ঢেকে কেঁদেছি নিঃশব্দে।


অবুঝ হাসির সাথে এক আকাশ অভিমান
বুকে নিয়ে মরমে মরেছি অনন্ত সময়।  


শরীরের বিষুবরেখায় হিমবাহ গলে যায় -
খরস্রোতা নদীর জলে ভেসে যায় অধরা স্বপ্ন।


ছেঁড়া পোশাকের মধ্যে লুকিয়ে রাখা নিষিদ্ধ ফল
নিষিদ্ধ বাতাসে লুকিয়ে কালো মেঘের অহংকার।


শরীরের গোপন অন্ধকারে জন্ম নেয় ভালোবাসা -
অভিমান ভুলে আস্তিন থেকে বেরিয়ে পড়ে হলুদ সূর্য।


               ********