দিনের শুরুটা সব্বাই ভালো শুরু করতে চায়  
দিন ভালো কাটুক বললেই কী ভালো কাটে
হাসছে মানুষ হো হো হো হি হি হি করে ...
তবুও হামাগুড়ি দেওয়া অভ্যাসটা ছাড়তে পারছে কই?


পিঠের মেরুদণ্ডটা কবে বেঁকে গেছে মানুষ  খেয়ালই করে নি
শৈশব পিছু ছাড়ে নি আজও ...
শৈশবের হামাগুড়ি অভ্যাসটা যেন চিরকালীন
অসুস্থ পৃথিবীর মানুষ কেমন করে সুস্থ থাকবে!


সুখের কাব্যে ধীরে ধীরে নেমে এসেছে গ্রহণের কালো ছায়া
ধূসর মেঘে অশনি সংকেতের রঙ বদলে গেছে নীরবে
হাসি খুশি শৈশব কেমন যেন কান্নায় ভরে গেছে।


শিশুদের হামাগুড়ি আর বড়দের হামাগুড়ির মধ্যে কোনো তফাৎ নেই
বুকের পাঁজরের হাড়ে ঘুণ ধরে গেছে অলীক প্রভাতে
অমেরুদণ্ডী প্রানীর মতো সারা জীবন হামাগুড়ি দিয়ে চলছে মানুষ।


          ******


রচনাকাল  - ৩|০২|২০২২