হেমন্তের পাখি এসেছে দুয়ারে
ওষ্ঠে হিমেল হাসি
গ্রীষ্ম দহনে পাবেনা খুঁজে
শীতের শেষে – আসি।


ঘন কুয়াশায় ঢেকেছে প্রকৃতি
হারিয়ে ফেলেছো পথ
দাঁড়িয়ে দুয়ারে পল্লী জননী
এসেছে সোনার রথ!


শাখায় শাখায় বাহারি ফুল
একি মনোরম দৃশ্য
ফসলের মাঠ গিয়েছে ভরে
রুপোলী ধানের শস্য।


হেমন্তের পাখি উড়ছে আকাশে
ডানায় নরম রোদ
অহং দেখায় সভ্য মানুষ
প্রকৃতি নেবেই শোধ।


ভোর আকাশে পড়ছে ঝড়ে
মুক্ত শিশির বিন্দু
প্রকৃতির সাথে রেখো বন্ধুত্ব
হৃদয় করো সিন্ধু।


   ****


রচনাকাল – ১১/১২/২০২০