ঈগল পাখির ঠোঁটে হেমন্তর রোদ্দুর
শিশির ভেজা ভোরে শিউলির মায়াবী সুবাস
ছোট্ট জীবনে দুঃখের শামিয়ানা খাঁটিয়ে কী লাভ!


ঋতু বদলে যায়, মানুষের ঠিকানাও ...
হেমন্তে রোদ্দুর ভেঙে হেঁটে চলেছে কৃষকের দল
আর কটা দিন পরেই মাঠে মাঠে ভরে যাবে সোনালী ধানে।


জীবনের রঙিন স্বপ্নে কে যেন হাতছানি দিয়ে ডাকে
আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছে গর্ভবতী ধানের সুগন্ধ
মাটির বিছানা থেকে উঠে দাঁড়িয়ে দেখছে মানুষ আঁধার কেটে গেছে।


ভোরের স্বপ্ন কী সত্যি হয় ...
মানুষ এই স্বপ্ন নিয়ে আজও বেঁচে আছে
হৃদয়ের ব্যালকনিতে কখন এসে দাঁড়িয়েছে হেমন্তের রোদ্দুর।


       ******


রচনাকাল  - ১৪|১০|২০২২