হাসছে নদী             কাঁদছে মানুষ
         ফুঁসছে জলের ধারা
ভাসছে জলে             মুম্বাই গুজরাট
           ডুবছে নীচে যারা!


চোখে আছে             শ্রাবণের মেঘ
           হৃদয়ে নেই খুশি
ভারী বর্ষায়              ভাসবে সবই
          উবে গেছে হাসি!


ঝড়ের হাওয়ার             বাড়ছে বেগ
                সাথে ভারী বৃষ্টি
শহর নগর                 জলের তলায়
         একী প্রকৃতির সৃষ্টি!


ফুঁসছে নদী            ফুঁসছে মানুষ
         নেই কোথাও ঠাই
ঘরবাড়ী সব             ভাসছে জলে
          দুঃখের শেষ নাই!


থামবে কখন            এই বিপর্যয়
            কবে হবে শান্ত
প্রকৃতি কেন              মারছে মানুষ
           বিচার প্রভু ভ্রান্ত!


                ****