ভাঙ্গা হাটে কুড়াই রোদ
সাঁঝের গোধূলি বেলা
কেনা বেচা সাঙ্গ হলেই
ঘরে ফেরার পালা।


গ্রামের মানুষ হাটে আসে
সপ্তাহের একটি দিনে
সাতটি দিনের বাজার তারা
একটি দিনে কেনে।


বহুদূর হতে মানুষ আসে
গ্রামের ছোট্ট হাটে
ধনী গরীব সবাই হাসে
যার যেটুকু জোটে!


সুখ দুঃখের এই জীবনে
ভরসা গ্রামের হাট
শপিংমলের নেই তো বাহার
নেই এখানে ঠাট।


মৃত হাটেও মানুষ বাঁচে
লোক সমাগম হাজার
স্বপ্ন ছুঁয়ে হাটের মানুষ
অভাব আছেও দেদার।।


    ****