হাওয়াই চটিটা ক্ষয়ে যেতে যেতে মাটি ছুঁয়ে গেছে
কখনো বা পাথর নুড়িতে ছিঁড়ে যায় পায়ের তলা
এখনও রক্তের দাগ লেগে আছে চটির গায়ে।


গম্ভীর মুখে তাকিয়ে আছে বাবা -
হাসিটা হারিয়ে গেছে কালের স্রোতে
খোঁচা খোঁচা দাঁড়ি, চোখের নীচে অমাবস্যার ছায়া।


বুকের পাঁজর জুড়ে জীবনের ক্ষত
হাওয়াই চটি এক দিক আবার দড়ি দিয়ে বাঁধা
নতুন কেনা শুধুই যেন বিলাসিতা ...


বিবর্ণ ঠোঁটের কোণে লুকিয়ে আছে দুঃখের বর্ণমালা
চাঁদের আলো ক্রমশ ক্ষয়ে ক্ষয়ে তৈরি হয় অমানিশার অন্ধকার
জীবন বিকিয়ে যায়, হাওয়াই চটিটা আজও ছাড়তে পারেনি।


          ******


২৩ নভেম্বর ২০২২