হিমেল হাওয়ার দাপট এখনো শুরু হয় নি
তবুও ভোরের শিশিরের সাথে হিমেল বাতাসের মিষ্টি আলিঙ্গন
ঘাসের বুকে এক বিন্দু শিশির চিকচিক করে হাসছে অনাবিল আনন্দে।


শরৎ নিয়েছে বিদায়, মা দূর্গা ফিরে গেছেন কৈলাসে
মানুষ ব্যস্ত হয়ে পড়েছে যে যার নিজস্ব কাজে
আর কয়েকটা দিন পরের ঘরে উঠবে সোনালী ফসল।


হেমন্তকালে কৃষকদের মুখের হাসি ফোটে -
মা লক্ষ্মীর কৃপায় দুমুঠো অন্ন সংস্থান হয় সব্বার
ক্ষণিক সময়ের জন্যে হলেও বুকের পাঁজরের কান্নাগুলো উবে যায়।


জীবনের পরতে পরতে দুঃখের হিমশৈল...
হেমন্তের পরশে চারিদিক ভরে ওঠে ফুল ও ফলে
নবান্নের খুশিতে শিশির ভেজা পথ মাড়িয়ে কৃষকরা মাঠে যায়।


ভোর পাখিদের কলতানে জেগে ওঠে শিশুর দল
শিউলি ফুলের গন্ধে আমোদিত হয় প্রকৃতি ও পরিবেশ
হেমন্তকাল যেন একটা ঋতু নয়, মানুষকে বাঁচিয়ে রাখার মায়াবী উপত্যকা।


        ********

রচনাকাল – ২৭/১০/২০২১