মাথা উঁচু করে চিরকাল দাঁড়িয়ে আছে হিমালয়
আমরা শুধুই মাথা নিচু করে থাকি আজীবন
কেন থাকতে পারি না হিমালয়ের মাথা উঁচু করে।


আলোকিত জীবন থেকে ক্রমশ সরে যাচ্ছে মানুষ
অন্ধকার জানালায় মুখ রেখে দেখতে চায় আকাশ
অভাবে কী আকাশ দেখা যায়, বাইরে যে বেরতেই হবে।


হিমেলে বাতাসের ছোঁয়ায় হিমালয়ের সারা শরীর ধবধবে সাদা
সাদা মানুষও ক্রমশ কালো হয়ে যাচ্ছে সাংসারিক চাপে –
পুড়ে যাচ্ছে হাসি, পুড়ে যাচ্ছে মানুষ, পুড়ে ছারখার সংসার!
 
হিমালয়ের মত মাথা উঁচু থাকবার উপায়ই নেই
নতজানু হতে হতে মানুষের শিরদাঁড়াটাই গেছে বেঁকে
সভ্যতার ঊষালগ্নের মত কষ্টকর অনাদায়ী জীবন।


বরফ গলছে হিমালয়ের শরীর থেকে ...
মানুষের শরীর থেকে গলে যাচ্ছে অস্থি মজ্জা রক্ত
হৃদয়ের কান্নাগুলো কখন যে বরফের পাথর হল কেউই বুঝতে পারল না।।


 
      ********


 
রচনাকাল – ০৩/১২/২০২১